Saturday, 30 July 2016

পহেলা দুষ্টুমির দারুণ দিশারীরা ছিলো এক দল বৈশাখী দুপুরের লাঠিয়াল

এটা একটা সাইলেন্ট ফিল্মের ওপেনিং ক্লিপ।

ট্রান্সজিস্টারে ধরপাকড়ের শব্দগুলো লাল বাটন টিপে ট্রান্সজিস্টারের দোকানিরা সেদিন  রেকর্ড করেনি। শব্দগুলো হারিয়ে গ্যাছে একটু পরেই।

হয়তো উড়ো চিঠিতে হুমকি পাঠানো হয়েছিলো দোকানে দোকানে, শব্দগুলো জমিয়ে রাখলে শর্টসার্কিটের ধোঁয়ায় ধুয়ে ফ্যালা হবে ওই ট্রান্সজিস্টরগুলো।

কল্পনার লেন্সে চোখ রাখলে তাও দ্যাখা যায়, চারটা সমকামীকে টেনেহিঁচড়ে ভ্যানে তুলতে তুলতে খ্যাঁক খ্যাঁক করে হাসছে কয়েকটা নেভি ব্লু'র ইউনিফর্ম! আর নেভি ব্লু'র বোতামের নিচে ঢেকে ফ্যালা ব্যাধিহীন ব্যাথাহীন বুকগুলো ভরে উঠছে তৃপ্তিতে, যেহেতু সমকামীরা একটু পরেই ছুটতে ছুটতে ছিটকে পড়বে বক্ষব্যাধি স্পেশালিস্টদের চেম্বারে!

সময় তখন দুপুর একটা কুড়ি , এপ্রিলের চৌদ্দ 

 রাস্তায় নামলেই লাঠিচার্জের মিউজিক এখনও শাহবাগে শোনা যায় কি না, চেকপোস্টগুলো ঘুরে ঘুরেও ইদানীং আর শুনতে পায়না কেউ। চেকপোস্টগুলো কাজ শেষ করে ঘুমিয়ে গিয়েছে।

 সেদিন ছিলো পহেলা বৈশাখ। প্রিন্টিং প্রেসে সমকামী কথাটার অসংখ্য অশুদ্ধ দন্ত্য-স প্রিণ্ট হয়েছিলো সেইদিন।




 নির্বাক ফিল্মটার ক্লাইম্যাক্সে অথবা শৃঙ্গারে  শীৎকারে পৌঁছুতে তখনও দশ দিন বাকি। চাপাতিতে শাণ দিতে এক্সপার্টরাও মাঝে মাঝে দশ দিন দেরি করে ফ্যালে। দর্শকেরা হলে বসে বসে দশদিন ধরে হাই তুলছিলো।

এটা তার পূর্বরাগ। এখান থেকেই রিভাইস শুরু হোক।

  

Thursday, 28 July 2016

ফ্রেশ নিউ ইয়ার ফ্রেশ বৈশাখ আর ফ্রেশ মৃত্যুর বোনাসের রিফ্রেশমেণ্ট


একটা ফাঁকা পোস্ট। একটা ফাঁকা স্লেট।

ব্ল্যাংকনেস দিয়ে আমাদের নতুন বছরগুলো শুরু হোক।

একটা ফাঁকা গ্যারেজ। ভাড়া মিটিয়ে দিয়ে চলে গ্যাছে ভাড়াটে গাড়িঘোড়া।

এখন গ্যারেজটার ভাড়াটিয়া কয়েকটা মাকড়সা। সেই মাকড়সাদের সংসার শুরু হোক। ছানাপোনাগুলো বড়সড় করে তারপর রিট্যায়ারও করে বুড়ো হতে হতে মাকড়সাগুলো পেনশন আর প্রভিডেণ্ট ফাণ্ড কাকে বলে যদি বুঝে নিতে চায়,  বিনা প্রবলেমে বুঝে নিক।

চেয়েছিলাম পোস্টটা ফাঁকাই থাকুক। কিছুই লিখতে চাইনি। প্ল্যানটা ছিলো বানোয়াট একটা আত্মহত্যার অ্যানালাইসিস করবার। কিন্তু জানুয়ারির পর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন আর জুলাই কেটে যেতে যেতে পেজটা ফেসবুক থেকে  শেকড়বাকড়ের সমস্ত সোর্সসহ মুছে গিয়েছে।

সার্চ করতে করতে অচেনা একটা ছেলের প্রোফাইলে এসে পৌঁছোলাম। ছেলেটার একটা স্ট্যাটাস ফেসবুকে পড়ে আছে এখনও।

সেটা জানুয়ারি। নতুন বছরটা শুরু হয়ে গ্যাছে। তখনও পুরোনো ফ্যান পুরোনো ব্যাটারি পুরোনো ওয়াইফাই - অথচ কাদের যেন নতুন নতুন লাগছে সবকিছু! কিসব লোকের নাকি নতুন নতুন জাঙ্গিয়া নতুন নতুন ব্রেসিয়ার তখন জরুরী দরকার।

পহেলা বৈশাখে তাদের যেমন ফুলের দোকানের ঠিকানা খুঁজতে হয়! ফুলপট্টির শ্রমিকদের শ্রমের মর্যাদা রক্ষা করতে তারা হঠাৎ মহাসমারোহে হঠাৎ কাতরায়, ফুলেল কাতরানিগুলো দেখতে দেখতে এই শহরের কয়েক সিরিজ হৃদয়   সিরিয়ালি জুড়িয়ে যায়!

তারপর জানুয়ারির সতেরো।

ফেসবুকের গহন এলাকায় একটা সমকামীর ইন্তেকাল প্রচারিত হলো। যেসব এলাকায় ভিড় করে সেক্সখোরের দল। যেসব এলাকাকে অরুচিকরের লিস্টে ফেলে রাখে সুশীলের দল।

লোকটার ছদ্মনাম পাহাড়ি মেঘ। জনৈক পোলাপাইন, ফেসবুকে সমকামিতা নিয়ে গল্প ল্যাখে। সেইসব গল্প আমারও পড়ার প্রয়োজন হয়নি কোনওদিন।

গ্যারেজের রাত বারোটায় মোবাইলের স্ক্রীনে স্ট্যাটাস খুলে গ্যালো একটা, সমকামী গল্প লেখক পাহাড়ি মেঘ আত্মহত্যা করেছেন।



ওয়ান প্লাস ওয়ান ইজ ইক্যুয়াল টু টু। সমকামী প্লাস দলিত, তারপরও জিরো।

সেদিন পাহাড়ি মেঘ লোকটার মৃত্যু নিয়ে ক্যানেস্তারা পিটিয়ে বেড়ানোরও লোক ছিলো না!

লোকালয়ে যারা সমকামী, তাদের মৃত্যুর ডুগডুগি বাজলেও সাউণ্ড শোনা যায় না লোকালয়ে। অথচ ভারত তখন তোলপাড় হয়ে গ্যাছে রোহিত  ভেমুলায়।




আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমোতে গেলাম। একটা দীর্ঘশ্বাসের মূল্য নব্বই পাউণ্ড। সকাল সকাল কাউণ্টারে চলে আসলেই ভালো পাউণ্ডগুলো।

পরদিন সকালে উঠে দেখছিলাম, দেখছিলাম আর ভাবছিলাম, একটা কড়িও আসলো না ক্যানো! কিংবা কড়িগুলো কোন রাস্তায় আটকা পড়লো জ্যামে!

ভাবতে ভাবতে পয়লা বৈশাখে ভোর হয়ে গ্যালো। তার এগারো দিন পর, এগারোই বৈশাখে জুলহাজ ভাইও খুন হলো। আমি শুধু ভাবছিলাম, লোকটা সতেরোই বৈশাখ পর্যন্ত বাঁচলো না ক্যানো?

পাহাড়ি মেঘ তো সতেরোই জানুয়ারি পর্যন্ত বেঁচে ছিলো। তার সাত আট দিন পর আরও কয়েকশো দিন বেঁচে ছিলো। তার তো এখনও বেঁচে থাকার অ্যাপয়েণ্টমেন্ট পড়ে আছে আরও বহুদিন।

মাঝখানে সাত আটটা দিন টিফিন ব্রেক ছিলো। মৃত্যুর টিফিন ব্রেকে খাওয়াদাওয়া শেষ করে - জ্যান্তদের জগতে   রিটার্ণ জার্নিটাও করেছিলো সময়মতো। তার মৃত্যুর গুজবটা পুরোপুরি ভুয়া - নিজেই বলেছিলো তারপর।

 জুলহাজ ভাইয়ের দীক্ষা নেয়া উচিত ছিলো এই ভুয়া মৃত্যুর রোল মডেলদের কাছে। মৃত্যুর মিথ্যা অ্যাক্টিংটা চমৎকার একটা জিনিস। নিজের মৃত্যুতে দিকে দিকে কান্নাকাটির ফেনা উপচে উঠেছে, এরকম দৃশ্য বেঁচে থাকতে থাকতেই দেখে যাওয়া উচিত প্রত্যেক মানুষের। জুলহাজ ভাই সত্যি সত্যি চাপাতির কোপে...

ফেসবুক মন্থন করে একটা স্ট্যাটাস পাওয়া গ্যালো জানুয়ারির। যদিও কেউ তাকিয়েও দেখবে না। যদিও স্ট্যাটাসটা অবান্তর। কিন্তু অবান্তর মালসামানায় আমি ঘরদোর বোঝাই করে রাখি। জগতের অবান্তর জিনিসগুলো আমি ভালোও বাসি মাঝে মধ্যে।

একটার বেশি দরকার নেই।

নইলে এই নার্ভাস অক্ষরগুলো লিখতাম না আজ।

স্পিকটি নট হয়ে বসে থাকতাম। ফাঁকা গ্যারেজে। সতেরোর রাত্রির গ্যারেজটা এখনও ফাঁকা পড়ে আছে। দমকা হাওয়ার ধোঁকাবাজি এখনও চলছে সেখানে।

কারণ, স্পিকটি নটেরা খুব চালাকচতুর। দুঃখের ব্যাপারটা হলো,  চালাকির ক্লাসে আমার সব অংকই ভুল হয়ে গ্যাছে।

(এই ল্যাখাটা ব্লগে ছাপানোর দু'ঘণ্টা পর শুনলাম, মহাশ্বেতা দেবী মারা গ্যাছেন। ল্যাখাটা তাঁকেই উৎসর্গ করেছি সেদিন)।

A Fresh New Year, A Fresh Baisakh & the Fresh Delights of Death 


A Blank Post. A Black Slate. A Carta Blanca.

In the empty garage, the year begins with blankness.

All the Fords & Maruti have left. Because they've paid the rents. And everybody died.

A few spiders live in the garage nowadays. Their larvae & offspring are grown enough now, they too have retired. They should have no obstacle receiving their pension at last. They should learn the peaceful taste of provident funds, if they wish.

But I wanted my post to remain blank. Should it compose itself? Why should I compose it? If the source of the info I wanted to share is erased already?

The page was nowhere to be found. Many months have gone away after I last surfed on the gay pages. One was talking about the supposed suicide of a gay writer. A gay who contributed to the cheap pages that published short Gay stories in Bangla.



His alias was Pahari Megh, The Mountain Cloud. A name many people uses on Facebook. It was impossible to distinguish the gay writer from the straight, because both of them wrote short stories.
After wasting an hour, I found something anyway. Though I never saw that profile before.
At January, the new year crammed in the garage. With the same old fan, same old batteries & same old WiFi, we had to propose a toast to it anyway.

But we heard of the fellas who thought everything was new. The fellas who shopped for new jocks & new bras. They were seen looking for the so many wonderful stuffs on market, the wonderful fluffy stuffs the new year promised to them!

Just the way they start looking for flower shops on Baisakh! Just the way they suddenly remember about the poor sellers of the flower stores who labored away their days & nights to bring the blossom on the street! On every Baisakh, their chests start throbbing. A thousand hearts in a row, pumps loud one after another in serial. So loud that no stethoscope remains necessary anymore to hear the sound, when its Baisakh.

Then comes the night of January 17th.

In a Facebook page where kinky guys go, where decency is banned, where no gentlemen can last a minute - people were talking about a suicide.

The clock struck twelve, and the status appeared on my phone's screen.

I've never read anything Pahari Megh wrote. I wasn't interested, either - though I'm no prude.

One plus one always makes it two.

It was two suicides that night.

One Gay & One Dalit produced the zero.

No one was there to bang the tin for that guy.

 No one would hear the sound if anyone did, either. It was a gay death, after all!

It was the same day Rohith Vemula went into Coma. The whole India followed. In utter mayhem.

I exhaled a sigh. A sigh that costs bucks. A sigh that should have fetched me some pounds by the next morning.

When I woke up, not a penny had arrived. The holy pennies are stuck in a traffic jam perhaps, I thought!

And one day, Baisakh came again. After 11 days of that, Xulhaz was slaughtered. I wondered why he didn't last till the 17th of Baisakh!

That guy from that page did make it till 17th! And after a week, he returned to the world of the living to make it till 365th!

He was having his tiffin with death for a week. A little tiffin break that everyone deserved.
When the week was over & the fun was gone, he confessed the rumor was fake.

Xulhaz vai should have learnt it from him. Did he find the people who fake their own deaths irritating?

Everyone on earth should fake their own death at least once in their life, in my opinion. Everyone should see their kith & kin cry when they disappear from the sight. Everyone should cherish the fact they won't have to hire mourners once they die.

But Xulhaz vai walked towards death for real. He didn't hesitate.

I did find out one status so far, storming the internet.

One piece of proof, altogether.

Pahari Megh, who bluffed about his own death.

Of course it has no relevance. But I love to fill up my room with irrelevant stuffs. They're treasures to me. I collect them everyday.

Otherwise, I wouldn't care. I wouldn't waste my time composing this shaky phrases.
I would zip my lips straight away.

And I would have my siesta in the empty garage. Where the dusty winds bluff everyone!

Smart people zip their lips. I ain't no smart boy. And all my calculations went wrong, while the smartness lessons & sessions were going on.

(After a couple of hours of posting this on the blog, I heard Mahasweta Devi was dead. This post is dedicated to Mahasweta).



Tuesday, 26 July 2016

এই গ্রহের মিঠাই বাতাসার মরে যাওয়া মেহমানঃ জুলহাজ মান্নান


আস্ত একটা গ্যে! শালায় লাশ হইয়া গ্যালো!

এইসব কথার সৌরভে ভরে উঠেছিলো চারপাশ। মৃত্যুর সৌরভে আমরাও বুঁদ হয়ে ছিলাম।

আস্ত একটা গ্যে! তাই তো! আমিও তো তাই! আমিও তো আস্ত একটা গ্যে!

আমার কি হবে তাহলে? একবার আমার কথাটা ভাবলো না জুলহাজ ভাই?



লোকটার মৃত্যুর পরে জানতে পারলাম, এই বিশাল পৃথিবীটায় প্রেমিক ছিলো একটা । সেই প্রেমিকটাকে আর কোনওদিন আমি খুঁজেও পাবো না। তার সাথে ঝগড়া ঘৃণা রাগ অভিমান কথা কাটাকাটি - সবকিছু বকেয়া রয়ে গ্যালো।

জানলা দিয়ে উঁকি মারে পাহাড় ছোঁয়া মেঘ...

আমি রিপিটেডলি গানটা শুনি। ছায়া মানুষ ফিল্মটা আর অনলাইনে রিলিজ হলো না। বাংলাদেশের সিনেপ্লেক্সের তো প্রশ্নই ওঠে না! যদিও বাস্তুশাপটা এসেছিলো ইউটিউবে - দেখছিলামও সিনেমাটা, অরল্যাণ্ডো'র দিনে।




ছায়া মানুষ নামটাও তো অদ্ভুত, তাই না? জুলহাজ ভাই কি ছায়ামানুষ? নাকি অন্য কিছু?

অন্য একটা প্রাণী হয়ে জুলহাজ মান্নান যদি আবার জন্মায় - থাক, কি দরকার? আবার জন্মালে আবারও তো মরে যেতে হয়! তিরাশি লক্ষ যোনি ভ্রমণ করে মানবজন্ম অর্জন করতে হয়। জুলহাজ ভাই তো আস্ত একটা গ্যে! তিরাশি লক্ষ যোনিতে লোকটা নামবে কিভাবে?

যোনিপ্রিয় লালনেরা তাও বেশ আছে। শুধু জুলহাজ ভাই ফুট্টুস হয়ে গ্যালো। একদম উধাও।

নাকি লোকটা আসলে বেঈমান? লুকোচুরি খেলছে আমার সাথে, ধানের ক্ষেতের রৌদ্রছায়ায়? রৌদ্রছায়ার দাপট দেখে আমি অবাক হয়ে যাই। রৌদ্র জ্বলবে, রৌদ্র নিভে যাবে। এটাই নাকি চিরন্তনী। যোনিপ্রিয়রা কই, নেভে কই?

অসম্ভব একটা লড়াইয়ে নেমেছিলো জুলহাজ ভাই। আমরাও সেই লড়াইয়ে শামিল হয়েছিলাম। কি করে নিজেকে ঠকাতে হয়, কে কারচে' বেশি ঠকাতে পারে নিজেকে - সেই লড়াইয়ে।

সবচে' বেশি ঠকলোটা কে? আমি? নাকি জুলহাজ ভাই?

নাকি মৃত্যু? মৃত্যুর মতো ঠগবাজের সাথে জুলহাজ ভাই এক দান পাশা খেলে গ্যালো। সেই খেলায় মৃত্যু জিতে গ্যাছে বলে তো শুনিনি আমি এখনও!

সেই খেলার স্কোরে ট্রফিটা ছিনিয়ে নিয়েছে জুলহাজ ভাই। শুধু সেই সংবাদটা এখনও অপ্রকাশিত। রিপোর্টারদের ভিড় ছিলো না খুব একটা, ওই স্টেডিয়ামে। মৃত্যুর স্টেডিয়ামে কয়টা লোকই বা বেড়াতে যায়? ক'জনের সেই সাহস আছে?

সেই স্টেডিয়ামে যেসব ঘটনা ঘটে গ্যাছে, যেসব ল্যাম্প ভেঙে গ্যাছে, যেসব ঘাস পুড়ে গ্যাছে - এই ব্লগটা সেসবেরই একটা রেকর্ড। ফ্রম জুলহাজ টু অরল্যাণ্ডো। সেখান থেকে গুলশান ইশরাত ফারাজ আহমেদ।

যোদ্ধা-জয়ী-বিজয়ীর পাঁচ ফুট জমিনের পাশাপাশি
জিতিয়া রয়েছে আজ তাহাদের খুলির অট্টহাসি!
সে-সব পেঁচারা আজ বিকালের নিশ্চলতা দেখে
তাহাদের নাম ধরে যায় ডেকে ডেকে।
আমার চোখের পাশে আনিও না সৈন্যদের মশালের আগুনের রং,
দামামা থামায়ে ফেল- পেঁচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সঙ।

The Dead Guest At Cashews N' Caviar Banquet : Xulhaz Mannan


That filthy gay! That little fucker! And wow, the fucker is dead!

The perfume of the words! We smelled it everywhere, when Xulhaz vai died. We're sniffing the same perfume in broad daylight everyday ever since.

That filthy gay! Oh, sure! I am a filthy gay, too! And my filths are rather good in quality.

But when he died, I discovered a lover once was existing, in this useless jumbo-sized earth. I will never find him again. I will never hate him again, hurt him again, hush him again, host a toast for him again.

The hilltop clouds peak through the window...

The song begins again. Janla Diye Unki Mare Pahar Choya Megh!  The song goes on repeat on my laptop, days after days, across the years.



Chaya Manush, The Shadow People - is the title of the film where the song belongs. It never released online. And of course, it absolutely was not marketed in the local cineplex. More absolutely, never in Bangladesh. Only a movie called Bastushap, The Curse Of The House, managed its way to youtube. I was watching it the day Orlando happened.

Shadow People!  The name is strange.  Was Xulhaz vai one of them? Another one of the shadow creatures? Or perhaps a leopard? What was he?

What will be his reincarnation? If not a human, will he become an orchid?

Its better for him not to born again in the frame of flesh & blood. He was born once, and he died. A rebirth will only bring him one more death.

They say everyone has to visit 8.3 million vulvas to achieve another human life. That's way too many vulvas for a gay like him. How will he manage to reach that quota?

The vulva visitors, the little Lalons, the legit Lalons & the large-size Lalons are still munching on their cakes.



It is just Xulhaz vai in absenthia. He vanished. No one knows where.

The case might be different anyway. He might be a traitor actually. I'm tired of his hide-and-seek he's been playing with me ever since he died. On this Tagorian field of grain, in the Tagorian Solar system. The Rays of the sun whips on earth. How dare the sun? How dare it tell me it will rise & it will switch itself off?

Nobody switched off the vulva vultures. So far.

Xulhaz started an impossible battle. We agreed to supply him the ammunition with pleasure. It was a battle of self deception. We were rivaling each other. To prove who's the greatest in harming himself on his own! What a challenge!

So, who was betrayed the most, at the end of the day? Xulhaz vai? Me? Or death?
Xulhaz vai double crossed the death at its own casino. He was spinning the wheel 'till his dying brath. I've never heard anyone claiming death overpowered it.

The Judas death is, Xulhaz vai double crossed it anyway. The news was kept secret. Everyone bowed down to death in all the news circulated, because everyone was ordered to do so. The reporters did not flock to the stadium of death. They did not want to.

Nobody wanna party in that stadium. Nobody visits it on his own sweet will. Vulva visits are much more relaxing. Vulva is the forever favorite of every pilgrims.

This blog is an attempt to record the last sorrows of the broken lamps that once lit up the stadium, all the greenery they've set aflame & all the horrors they've welcomed there. In that Stadium.
From Xulhaz to Orlando, 'till Gulshan. Ishrat Akhand. Faraz Ahmed. Everyone.

Everything Dasbabu the poet's prophecy foretold us.

The Warrior, the Winner & the great conquerors
Had their reservation for five feet each.
Yet next to them the skulls are laughing,
Laid bare under the sun.
The owls watch the afternoon complains not,
The restless owls call their names & seeks them
Again on this earth.
But the soldier's torch should not scord my eyes no more
Blow it out. Silence the drums.
And allow the Kingdom to immerse
In the darkness that longs for them
In the wings of owl,
With all its clowns.