Calvin Klein. And his garments factory.
The fairy tale is refined again. The fairy tale of the blouses & boxers.
Charlie & his chocolate factory tried to find the Santa Clause again, but it was not their day.
The announcement followed, Calvin Klein was coming. To cream the chocolate on the genitals! And we welcome him!
Because we will welcome the ladies in the room soon! The ladies will wrestle each other with their breasts!
Yashoda will wrestle with Halima. And we will enjoy!
We were enjoying it from a long time! Our fathers and forefathers have enjoyed them, too!
A nipple for the kid please! A nipple for the feeder?
We should give the kids the opportunities we never had! Because there are some golden chance in the world the gays never get!
But Xulhad had his chance! How amazing it is, a gay kid only sucks the breasts only when its an infant! And when its a boy? When hormones begins to brighten?
How dare the gays leave the bosoms?
How dare was Xulhaz?
Why did nobody teach him he had to buy the fabrics from Calvin Klein? And he had to let the ladies check it out?
Sakhina Khatun mothered the child. A girl named Sakhina. An old lady named Sakhina. The Son of Sakhina.
What should the title be? For the novella unwritten, waiting to be penned on the pages by some wordsmith no one can find?
The breast milk. And the ancient tales around the milk! And a few cowed woman, highly praised for their cattlehood!
What was Halima? A human or a cow?
What was Yashoda? Who was Mahasweta Devi?
And at last, who was Sakhina?
And why was Sakhina always the last on the list?
Because she mothered a gay? A gay like Xulhaz?
Because I didn't know her name when I typed my first tweet in my account?
We always buy the ticket of the most luxurious class of the plane, don't we? Some purchased the tickets of misogyny, the tickets with free vouchers of Fans & Geysers. And a murder or two is quite okay for them, no doubt.
One mother was missing. One mother nobody wants to know. One mother who saw her son's brains flunging out from the skulls.
Ladies, she is the Sakhina we shall talk about. Though some will ask her why didn't she abort the embryo!
Because Xulhaz was an embryo once upon a time! When the fairy tale of Calvin Klein begun!
প্যাসিফিক সৈকতে কালভিন ক্লাইন যখন তার গার্মেণ্টস ফ্যাক্টরিটা খুললো, তখন লোকে বলেছিলো ফ্যাক্টরিটা আসলে সম্ভাবনার নতুন একটা দিগন্ত!
রূপকথাগুলো দিনে দিনে আপডেট হয়, ব্লাউজের আড়ালের রূপকথাগুলো।
চার্লির চকলেট ফ্যাক্টরি দিয়ে তখন আর চলছিলো না! চকলেট অন্য জায়গায়! চার্লি জানেই না চকলেট কোথায় মাখাতে হয়! ক্লাইনকে আসতে হবে চার্লিকে চকলেট মাখানো ঠিকঠাক শেখাতে!
মানুষের ক্ষোভেবিক্ষোভে অস্থির হয়ে তারপর কোমরে জড়ানো কাপড়ের কয়েকশো রকমের গন্ধ নিয়ে তাঁতে তাঁতে রূপকথা বোনা শুরু হয়েছিলো।
সান্তা ক্লজকে খুঁজে বেড়াচ্ছে চার্লি? কোনও লাভ নেই! সান্তা ক্লজ ধুলো হয়ে গ্যাছে প্যাসিফিক সৈকতে।
রাস্তার দুইধারে লাখ লাখ মানুষের সমাবেশ হলো, হলো তো হলোই - কেননা তারা জেনে গিয়েছিলো কালভিন ক্লাইন না আসলে নারীরাও আসবে না। নারীরা ক্ষেপে উঠতে পারে স্তনের মাপজোঁক নিয়ে, এরকম খবরও চাউর হয়ে গিয়েছিলো!
হালিমারও যশোদার ওপর ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা দ্যাখা দিয়েছিলো সেইদিন।
ক্লাইন এসে পেখম ক্লোজ করা পেখন ওপেন করা - সব শিখিয়ে দেবে! ক্লাইন জানে কোনখানে চকলেট মাখাতে হয়! ক্লাইনের ভরসায় বসে আছে সবাই!
নারীরা এসে গেলে তাদের অর্ডার দেয়া হলো বোঁটাটা বাড়িয়ে দেয়ার। অবশ্য সেটা দুধের ফিডারের বোঁটাও হতে পারে!
অথচ সেই নারীদের দাবি একটাই, আমার সন্তান যেন থাকে দুধেভাতে! কিন্তু দূর্ঘটনাবশত, সেই এক দফা এক দাবি অগ্রাহ্য করলো সমকামী সন্তানরা!
আমার সমকামী সন্তান ক্যানো দুধ ভাত খেতে অনীহা জানায়? যাকে তাকে জিগ্যেস করছিলো সেই নারীরা। তারা বলছিলো তারা যেসব পায়নি, তাদের সন্তানদের তারা সেইগুলো দিতে চায়! এমনকি সবকিছু উজাড় করে দিতে রাজি আছে তারা!
জুলহাজ মান্নানকেও তো দুধ উজাড় করে দিয়েছিলো সখিনা খাতুন! সমকামী হোক আর যাই হোক, শৈশবে সবাই দুধে চুমুক লাগায়। সমকামী সন্তানগুলো নাকি তারপর অন্য জিনিসে চুমুক লাগাতে চায়! দুধে আর আশনাই মেটে না তাদের!
ওই অন্য জিনিসগুলো এখানকার লোকজন পছন্দ করে না।
অথচ জুলহাজ মান্নানের কত বড় স্পর্ধা! মুখ থেকে দুধ ফেলে দিলো!
ক্লাইনের সাথে বাটপারি করার পরিণতি কি হয় - সেটা তাকে দেখিয়ে দেয়া হয়েছিলো তারপর। ক্লাইনের সদুপদেশগুলো কি সব মাঠে মারা যাবে নাকি? ক্লাইনের বিপণিবিতান থেকে মাঝে মাঝে কাপড়চোপড় কিনতে হয়, বৌ'কে দিয়ে একটু একটু করে প্রতিদিন সেই কাপড়টা ঢিলা করতে হয় - এই সামান্য জিনিসটা কেউ শেখায়নি তাকে?
সখিনা খাতুনের সমকামী সন্তান?
একজন সখিনা খাতুন! সখিনা নামের সেই বৃদ্ধার ইতিকথা! সখিনার সন্তানসন্ততি! কি নাম দেয়া যায় জুলহাজ মান্নানের গল্পটার? কলমকর্মী পাওয়া গ্যালো না বলে যে-গল্পটা ল্যাখাই হয়নি?
এইসব দেখে অবশ্য অন্যান্য নারীরা সাবধান হয়ে গ্যাছে। শালবনে শালদুধ এখন খাড়া হয় সাবধানে।
গাভীনের খাঁটি দুধ দোয়াতে দোয়াতে বালতি ফেনায় উপচে উঠছে তখন। নারীরা হঠাৎ দেখলো, তারা এক এক করে সব গাভী হয়ে গ্যাছে! গোয়ালারা তাদের নিয়ে যাচ্ছে মাঠের দিকে, ঘাস আর বিচালি খাওয়াতে।
গোয়ালারা অবশ্য তাদের গুণকীর্তন করছিলো খুব। সব গোয়ালাই যে যার গাভীকে ভালোবাসে। গাভীগুলো না থাকলে দুধ দেবে কে?
আচ্ছা, হালিমা কে ছিলো? গাভীন না মানুষী? নাকি মহিলা মানুষ?
মহাশ্বেতা দেবী কে? আরেকটা মহিলা মানুষ? নাকি কলমের কোর্টের জনৈক মহিলা কর্মচারী?
আর সখিনা? সখিনাটা যেন কে?
সখিনার কথাটাই শেষে আসে ক্যানো? তার জঠরে সমকামী আন্দোলনের সূত্রপাত ঘটেছিলো বলে?
আমি যেদিন প্রথম ট্যুইটটা পোস্ট করলাম ট্যুইটারে, সেদিন আমিও তো জানি না সখিনা কে!
কিছু কিছু সন্তানসন্ততিদের জন্য দুধের গেলাস আনতে গিয়ে হঠাৎ তার মাথার খুলি থেকে মগজটা ছিটকে যাচ্ছে - এরকম ঘটনা দেখতে দেখতে হাত থেকে দুধের গেলাস পড়ে যায় কারও কারও।
সেক্ষেত্রে, হাত থেকে দুধের গেলাস পড়ে চুরমার হয়ে গেলে - সেইসব নারীদের কেউ আর চিনতে পারে না তারপর। শহীদ জননীর সংবর্ধনাটাও তাদের জোটে না সবসময়।
আর তাছাড়া, রোড জার্নির সময় সবচে' কমফোর্টেবল ক্লাসের টিকিটটাই আমরা কিনে আনি। কেউ কেউ এই প্লেনজার্নির জন্য পুংতন্ত্রের টিকিট কেটে রেখেছে। ওই টিকিটগুলোয় যেহেতু শীতাতপ ফ্রি পাওয়া যায়, খুনগুলো আমাদের খুশিমনে মেনে নিতে হয়।
জঠরে থাকতেই জঠরের ভ্রুণ নষ্ট করেনি ক্যানো সখিনা খাতুন? শাণের ওপর আছড়ে পড়েনি ক্যানো একবার?
এগুলোও লোকের কৌতুহল জাগাতেই পারে মাঝে মাঝে।
কারণ, জুলহাজ মান্নানও ভ্রুণ ছিলো একদিন! তখন কালভিন ক্লাইনের ফ্যাক্টরিটা সবেমাত্র আরম্ভ হয়েছে!
The fairy tale is refined again. The fairy tale of the blouses & boxers.
Charlie & his chocolate factory tried to find the Santa Clause again, but it was not their day.
The announcement followed, Calvin Klein was coming. To cream the chocolate on the genitals! And we welcome him!
Because we will welcome the ladies in the room soon! The ladies will wrestle each other with their breasts!
Yashoda will wrestle with Halima. And we will enjoy!
We were enjoying it from a long time! Our fathers and forefathers have enjoyed them, too!
A nipple for the kid please! A nipple for the feeder?
We should give the kids the opportunities we never had! Because there are some golden chance in the world the gays never get!
But Xulhad had his chance! How amazing it is, a gay kid only sucks the breasts only when its an infant! And when its a boy? When hormones begins to brighten?
How dare the gays leave the bosoms?
How dare was Xulhaz?
Why did nobody teach him he had to buy the fabrics from Calvin Klein? And he had to let the ladies check it out?
Sakhina Khatun mothered the child. A girl named Sakhina. An old lady named Sakhina. The Son of Sakhina.
Heartfelt comment by a friend of murdered LGBT Bengali champion, w/ permission #XulhazMannan pic.twitter.com/36ZJiXq7Gl— Imtiaz Shams (@imtishams) April 26, 2016
What should the title be? For the novella unwritten, waiting to be penned on the pages by some wordsmith no one can find?
The breast milk. And the ancient tales around the milk! And a few cowed woman, highly praised for their cattlehood!
What was Halima? A human or a cow?
What was Yashoda? Who was Mahasweta Devi?
And at last, who was Sakhina?
And why was Sakhina always the last on the list?
Because she mothered a gay? A gay like Xulhaz?
Because I didn't know her name when I typed my first tweet in my account?
We always buy the ticket of the most luxurious class of the plane, don't we? Some purchased the tickets of misogyny, the tickets with free vouchers of Fans & Geysers. And a murder or two is quite okay for them, no doubt.
One mother was missing. One mother nobody wants to know. One mother who saw her son's brains flunging out from the skulls.
Ladies, she is the Sakhina we shall talk about. Though some will ask her why didn't she abort the embryo!
Because Xulhaz was an embryo once upon a time! When the fairy tale of Calvin Klein begun!
জঠরের ভ্রুণদের রূপকথা
প্যাসিফিক সৈকতে কালভিন ক্লাইন যখন তার গার্মেণ্টস ফ্যাক্টরিটা খুললো, তখন লোকে বলেছিলো ফ্যাক্টরিটা আসলে সম্ভাবনার নতুন একটা দিগন্ত!
রূপকথাগুলো দিনে দিনে আপডেট হয়, ব্লাউজের আড়ালের রূপকথাগুলো।
চার্লির চকলেট ফ্যাক্টরি দিয়ে তখন আর চলছিলো না! চকলেট অন্য জায়গায়! চার্লি জানেই না চকলেট কোথায় মাখাতে হয়! ক্লাইনকে আসতে হবে চার্লিকে চকলেট মাখানো ঠিকঠাক শেখাতে!
মানুষের ক্ষোভেবিক্ষোভে অস্থির হয়ে তারপর কোমরে জড়ানো কাপড়ের কয়েকশো রকমের গন্ধ নিয়ে তাঁতে তাঁতে রূপকথা বোনা শুরু হয়েছিলো।
সান্তা ক্লজকে খুঁজে বেড়াচ্ছে চার্লি? কোনও লাভ নেই! সান্তা ক্লজ ধুলো হয়ে গ্যাছে প্যাসিফিক সৈকতে।
রাস্তার দুইধারে লাখ লাখ মানুষের সমাবেশ হলো, হলো তো হলোই - কেননা তারা জেনে গিয়েছিলো কালভিন ক্লাইন না আসলে নারীরাও আসবে না। নারীরা ক্ষেপে উঠতে পারে স্তনের মাপজোঁক নিয়ে, এরকম খবরও চাউর হয়ে গিয়েছিলো!
হালিমারও যশোদার ওপর ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা দ্যাখা দিয়েছিলো সেইদিন।
যদি সেটা সম্ভব হয়, তাহলে আনন্দগুলো আবার পেখম খুলবে বলে কালভিন ক্লাইনকে তারা দাওয়াত পাঠালো। তখন আর স্বপ্নের শুঁটকি নিয়ে আর দিন কাটছে না কারও। শুঁটকি চিবোতে আর ভাল্লাগে কয়দিন? মাঝে মাঝে একটু ইচ্ছে করে না, আনন্দগুলো পেখম মেলুক? যেমন মেলতো হাজার বছর আগে, পূর্বপুরুষের দিনকালে?
ক্লাইন এসে পেখম ক্লোজ করা পেখন ওপেন করা - সব শিখিয়ে দেবে! ক্লাইন জানে কোনখানে চকলেট মাখাতে হয়! ক্লাইনের ভরসায় বসে আছে সবাই!
নারীরা এসে গেলে তাদের অর্ডার দেয়া হলো বোঁটাটা বাড়িয়ে দেয়ার। অবশ্য সেটা দুধের ফিডারের বোঁটাও হতে পারে!
অথচ সেই নারীদের দাবি একটাই, আমার সন্তান যেন থাকে দুধেভাতে! কিন্তু দূর্ঘটনাবশত, সেই এক দফা এক দাবি অগ্রাহ্য করলো সমকামী সন্তানরা!
আমার সমকামী সন্তান ক্যানো দুধ ভাত খেতে অনীহা জানায়? যাকে তাকে জিগ্যেস করছিলো সেই নারীরা। তারা বলছিলো তারা যেসব পায়নি, তাদের সন্তানদের তারা সেইগুলো দিতে চায়! এমনকি সবকিছু উজাড় করে দিতে রাজি আছে তারা!
জুলহাজ মান্নানকেও তো দুধ উজাড় করে দিয়েছিলো সখিনা খাতুন! সমকামী হোক আর যাই হোক, শৈশবে সবাই দুধে চুমুক লাগায়। সমকামী সন্তানগুলো নাকি তারপর অন্য জিনিসে চুমুক লাগাতে চায়! দুধে আর আশনাই মেটে না তাদের!
ওই অন্য জিনিসগুলো এখানকার লোকজন পছন্দ করে না।
অথচ জুলহাজ মান্নানের কত বড় স্পর্ধা! মুখ থেকে দুধ ফেলে দিলো!
ক্লাইনের সাথে বাটপারি করার পরিণতি কি হয় - সেটা তাকে দেখিয়ে দেয়া হয়েছিলো তারপর। ক্লাইনের সদুপদেশগুলো কি সব মাঠে মারা যাবে নাকি? ক্লাইনের বিপণিবিতান থেকে মাঝে মাঝে কাপড়চোপড় কিনতে হয়, বৌ'কে দিয়ে একটু একটু করে প্রতিদিন সেই কাপড়টা ঢিলা করতে হয় - এই সামান্য জিনিসটা কেউ শেখায়নি তাকে?
সখিনা খাতুনের সমকামী সন্তান?
একজন সখিনা খাতুন! সখিনা নামের সেই বৃদ্ধার ইতিকথা! সখিনার সন্তানসন্ততি! কি নাম দেয়া যায় জুলহাজ মান্নানের গল্পটার? কলমকর্মী পাওয়া গ্যালো না বলে যে-গল্পটা ল্যাখাই হয়নি?
এইসব দেখে অবশ্য অন্যান্য নারীরা সাবধান হয়ে গ্যাছে। শালবনে শালদুধ এখন খাড়া হয় সাবধানে।
গাভীনের খাঁটি দুধ দোয়াতে দোয়াতে বালতি ফেনায় উপচে উঠছে তখন। নারীরা হঠাৎ দেখলো, তারা এক এক করে সব গাভী হয়ে গ্যাছে! গোয়ালারা তাদের নিয়ে যাচ্ছে মাঠের দিকে, ঘাস আর বিচালি খাওয়াতে।
— Xulhaz Tamoso (@itzTamoso) April 5, 2016
গোয়ালারা অবশ্য তাদের গুণকীর্তন করছিলো খুব। সব গোয়ালাই যে যার গাভীকে ভালোবাসে। গাভীগুলো না থাকলে দুধ দেবে কে?
আচ্ছা, হালিমা কে ছিলো? গাভীন না মানুষী? নাকি মহিলা মানুষ?
মহাশ্বেতা দেবী কে? আরেকটা মহিলা মানুষ? নাকি কলমের কোর্টের জনৈক মহিলা কর্মচারী?
— Xulhaz Tamoso (@itzTamoso) April 5, 2016
আর সখিনা? সখিনাটা যেন কে?
সখিনার কথাটাই শেষে আসে ক্যানো? তার জঠরে সমকামী আন্দোলনের সূত্রপাত ঘটেছিলো বলে?
আমি যেদিন প্রথম ট্যুইটটা পোস্ট করলাম ট্যুইটারে, সেদিন আমিও তো জানি না সখিনা কে!
At last, it seems there's a chance for #men to sell their syrups industrially. Who says #male #body can't be sold?https://t.co/jKtVRTZHXz— Xulhaz Tamoso (@itzTamoso) April 5, 2016
কিছু কিছু সন্তানসন্ততিদের জন্য দুধের গেলাস আনতে গিয়ে হঠাৎ তার মাথার খুলি থেকে মগজটা ছিটকে যাচ্ছে - এরকম ঘটনা দেখতে দেখতে হাত থেকে দুধের গেলাস পড়ে যায় কারও কারও।
সেক্ষেত্রে, হাত থেকে দুধের গেলাস পড়ে চুরমার হয়ে গেলে - সেইসব নারীদের কেউ আর চিনতে পারে না তারপর। শহীদ জননীর সংবর্ধনাটাও তাদের জোটে না সবসময়।
আর তাছাড়া, রোড জার্নির সময় সবচে' কমফোর্টেবল ক্লাসের টিকিটটাই আমরা কিনে আনি। কেউ কেউ এই প্লেনজার্নির জন্য পুংতন্ত্রের টিকিট কেটে রেখেছে। ওই টিকিটগুলোয় যেহেতু শীতাতপ ফ্রি পাওয়া যায়, খুনগুলো আমাদের খুশিমনে মেনে নিতে হয়।
জঠরে থাকতেই জঠরের ভ্রুণ নষ্ট করেনি ক্যানো সখিনা খাতুন? শাণের ওপর আছড়ে পড়েনি ক্যানো একবার?
এগুলোও লোকের কৌতুহল জাগাতেই পারে মাঝে মাঝে।
কারণ, জুলহাজ মান্নানও ভ্রুণ ছিলো একদিন! তখন কালভিন ক্লাইনের ফ্যাক্টরিটা সবেমাত্র আরম্ভ হয়েছে!
No comments:
Post a Comment